Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৫ ১৪৩২, শুক্রবার ০৯ মে ২০২৫

জাতির উদ্দেশে ভাষণ দেবেন জো বাইডেন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৬, ২৪ জুলাই ২০২৪

প্রিন্ট:

জাতির উদ্দেশে ভাষণ দেবেন জো বাইডেন

ফাইল ছবি

জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বুধবার রাত আটটার দিকে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। আশা করা হচ্ছে, এ সময় প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা থেকে বাইডেন কেন সরে দাঁড়ালেন তার ব্যাখ্যা দেবেন। খবর এপির

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ৮১ বছর বয়সি বাইডেন জানিয়েছেন, ভাষণে আগামী দিনগুলোতে কী হতে পারে এবং আমেরিকান জনগণের জন্যে বাকি মেয়াদে তিনি কিভাবে তার কাজ সম্পন্ন করবেন এ নিয়ে কথা বলবেন।

রোববার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর এটিই হতে যাচ্ছে তার প্রথম ভাষণ।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রেসিডেনশিয়াল বিতর্কে ব্যর্থতার পর বাইডেনকে প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর চাপ দিচ্ছিল তার দলে ডেমোক্রেটের অনেকে।

এর মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার পর ডেলাওয়ারে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকা অবস্থাতেই প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বাইডেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer