Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২১ ১৪৩২, সোমবার ০৫ জানুয়ারি ২০২৬

শ্রীলঙ্কায় কার রেস প্রতিযোগিতায় দুর্ঘটনা, নিহত ৭

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:২৫, ২২ এপ্রিল ২০২৪

প্রিন্ট:

শ্রীলঙ্কায় কার রেস প্রতিযোগিতায় দুর্ঘটনা, নিহত ৭

ফাইল ছবি

শ্রীলঙ্কায় রেস প্রতিযোগিতায় দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২১ জন। রেসের সময় একটি রেসিং কার দর্শকদের চাপা দেয়ায় এই দুর্ঘটনা ঘটে।ফক্স হিল সুপারক্রস রেসে দিয়াতালাওয়া এলাকায় রবিবার এই দুর্ঘটনা ঘটে। 

শ্রীলঙ্কান সেনাবাহিনী জানিয়েছে, এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে চার রেস কর্মী রয়েছেন। বাকিরা সাধারণ দর্শক। ওই গাড়ির চালকে আইনের আওতায় প্রক্রিয়া চলছে। 
কর্তৃপক্ষ জানিয়েছে, সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে থাকা ট্র্যাকে কী করে দুর্ঘটনা ঘটলো সে বিষয়ে পূর্ণাঙ্গ পুলিশ তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, রেসের গাড়িটি ট্র্যাক থেকে ছিটকে পড়লে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, চোখের পলকেই একটি গাড়ি ট্র্যাকের ওপর উল্টে যাওয়ার পর এই দুর্ঘটনা ঘটে।

Walton
Walton