Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৫ ১৪৩২, শুক্রবার ০৯ মে ২০২৫

রাশিয়ার সদর দপ্তরে হামলার দায় স্বীকার করেছে ইউক্রেন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:১২, ২২ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

রাশিয়ার সদর দপ্তরে হামলার দায় স্বীকার করেছে ইউক্রেন

ফাইল ছবি

ক্রিমিয়া উপদ্বীপে মস্কোর কৃষ্ণ সাগরের নৌবহরের সদর দপ্তরে হামলার দায় স্বীকার করেছে কিয়েভ।ইউক্রেনের সেনাবাহিনীর যোগাযোগ বিভাগ টেলিগ্রামে জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময়  ১২টার দিকে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী সাময়িকভাবে অধিকৃত সেভাস্তোপোলে রাশিয়ার কৃষ্ণ সাগরের নৌবহরের কমান্ডের সদর দপ্তরে সফল হামলা চালায়।

সেভাস্তোপল ক্রিমিয়ার ইউক্রেনীয় উপদ্বীপের বৃহত্তম শহরগুলির মধ্যে একটি। ২০১৪ সালে মস্কোর বাহিনী বেআইনিভাবে এটা দখল করেছিল।গত মাস ধরে ইউক্রেন ক্রিমিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটি এবং বিমান প্রতিরক্ষাসহ অন্যান্য স্থাপনায় হামলা বাড়িয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার ক্রিমিয়ার সেভাস্তোপলে রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের সদর দফতরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার ফলে একজন রুশ সৈন্য নিখোঁজ রয়েছে।সূত্র: সিএনএন

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer