Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৯ ১৪৩২, মঙ্গলবার ১৩ মে ২০২৫

ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের আবেদনে অনুমোদন দিল তুরস্কের সংসদ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৬, ৩১ মার্চ ২০২৩

প্রিন্ট:

ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের আবেদনে অনুমোদন দিল তুরস্কের সংসদ

ছবি: সংগৃহীত

তুরস্কের জাতীয় সংসদ বৃহস্পতিবার ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের আবেদনে অনুমোদন দিয়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক জোটটিতে যোগ দিতে নর্ডিক দেশ ফিনল্যান্ডের শুধু তুরস্কের সমর্থন বাকি ছিল। ফলে এখন তাদের ন্যাটোতে যোগদানে আর বাধা রইল না। এর আগে হাঙ্গেরি ফিনল্যান্ডের ন্যাটো জোটে অন্তর্ভুক্তিতে সবুজ সংকেত দেয়।ন্যাটোতে অন্তর্ভুক্ত হতে জোটের সব সদস্যের পৃথক অনুমোদনের প্রয়োজন হয়।তুরস্কের স্থানীয় গণমাধ্যম ডেইলি সাবাহর খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার তুরস্কের সংসদের ২৭৬ জন সংসদ সদস্য সর্বসম্মতভাবে ফিনল্যান্ডের আবেদন অনুমোদন দেন।তুরস্কের এই অনুমোদনের পর ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো ন্যাটোর সকল সদস্যকে জোটে তাদের অন্তর্ভুক্তিতে অনুমোদন করায় ধন্যবাদ করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer