Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৯ ১৪৩২, মঙ্গলবার ১৩ মে ২০২৫

জাপানের প্রধানমন্ত্রীর সাথে ‘ফলপ্রসূ’ আলোচনা হয়েছে জেলেনস্কি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪০, ২২ মার্চ ২০২৩

আপডেট: ১১:৪৪, ২২ মার্চ ২০২৩

প্রিন্ট:

জাপানের প্রধানমন্ত্রীর সাথে ‘ফলপ্রসূ’ আলোচনা হয়েছে  জেলেনস্কি

ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়া সফর করছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ইতোমধ্যে মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যেই ইউক্রেন সফরে গেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার কিয়েভ সফরকালে তার সাথে ‘ফলপ্রসূ আলোচনা’ করেছেন।গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলেনস্কি তার সান্ধ্যকালীন ভাষণে বলেন, ‘ফুমিও কিশিদার সাথে আমাদের আলোচনা বেশ ফলপ্রসূ ছিল।’
তিনি বলেন, ‘রাশিয়ার আগ্রাসন এবং সন্ত্রাসের বিরুদ্ধে সুরক্ষার জন্য আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষায় বিশ্বকে আরো সক্রিয়ভাবে সংগঠিত করতে আমাদের সাথে একত্রে কাজ করার জন্য আমি জাপানের অত্যন্ত সুনির্দিষ্ট ইচ্ছার কথাও শুনেছি।’রাশিয়ার চলমান সামরিক অভিযানে ইউক্রেনের প্রতি সমর্থন ও সংহতি জানাতে গতকাল মঙ্গলবার (২১ মার্চ) রাজধানী কিয়েভে পৌঁছান জাপানি প্রধানমন্ত্রী।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer