Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৯ ১৪৩২, শুক্রবার ০৪ জুলাই ২০২৫

নিরাপদ ১৪ দেশ থেকে যাওয়া যাবে ইউরোপীয় ইউনিয়নে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৯, ৩০ জুন ২০২০

প্রিন্ট:

নিরাপদ ১৪ দেশ থেকে যাওয়া যাবে ইউরোপীয় ইউনিয়নে

সারাবিশ্বের মাত্র ১৪টি দেশের নাগরিকদের নিরাপদ মনে করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। চলতি বছরের ১ জুলাই থেকে ওই ১৪ দেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ভ্রমণে যাওয়া যাবে। তবে সেই ১৪ দেশের তালিকায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও চীনের নাম নেই।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৪ দেশের তালিকার মধ্যে অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, মরক্কো এবং দক্ষিণ আফ্রিকা রয়েছে।

কূটনীতিকরা বলছেন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে যদি চীনে যাওয়ার চুক্তি হয়, সে ক্ষেত্রে সে দেশের নাগরিকদেরও ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের অনুমতি দেওয়া হতে পারে।

এদিকে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেনের নাগরিকদেরও একই নজরে দেখছে ইউরোপীয় ইউনিয়ন। সে কারণে, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ব্রিটেনের নাগরিক এবং তাদের পরিবারের সদস্যরা প্রবেশের অনুমতি পাচ্ছে।

জানা গেছে, নিরাপদ ১৪ দেশের তালিকায় রয়েছে- আলজেরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জর্জিয়া, জাপান, মন্টেনেগ্রো, মরক্কো, নিউজিল্যান্ড, রাওয়ান্ডা, সার্বিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, তিউনিসিয়া ও উরুগুয়ে।

সূত্র : বিবিসি