Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

১ নভেম্বর থেকে রাজশাহী বিভাগে পরিবহন মালিক-শ্রমিকদের কর্মবিরতি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫৭, ২৪ অক্টোবর ২০২০

প্রিন্ট:

১ নভেম্বর থেকে রাজশাহী বিভাগে পরিবহন মালিক-শ্রমিকদের কর্মবিরতি

রাজশাহী বিভাগের ৮টি জেলায় নিয়ম বহির্ভূতভাবে চলাচলকারী বিআরটিসি বাস বন্ধসহ ৮ দফা দাবিতে আগামী ১ নভেম্বর থেকে কর্মবিরতিতে যাবে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিকরা।

শনিবার বিকেলে বগুড়ায় এক জরুরি সভায় এ ঘোষণা দিয়েছে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটি।

সড়ক-মহাসড়ক ও আঞ্চলিক সড়কে চলাচলরত ইজিবাইক, মাহেন্দ্র, নসিমন, করিমন, ভটভটি, থ্রি-হুইলার, অটোরিকশা, অটোটেম্পু এবং সকল শ্রেণির অযান্ত্রিক যানবাহন চলাচল বন্ধ করার দাবি জানানো হয় সভায়। বগুড়া চারমাথা সেঞ্চুরি মোটেলে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব মো. আনছার আলী। সভায় রাজশাহী বিভাগের ৮ জেলার মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ৩১ অক্টোবরের মধ্যে ৮ দফা দাবি মেনে নেওয়ার জন্য আহ্বান জানান। অন্যথায় ১ নভেম্বর থেকে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি শুরু করবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer