Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৪ ১৪৩১, রোববার ২৮ এপ্রিল ২০২৪

২৬ জুলাই বাস, ২৯ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকেট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৪৯, ১৬ জুলাই ২০১৯

প্রিন্ট:

২৬ জুলাই বাস, ২৯ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকেট

ঢাকা: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৬ জুলাই থেকে বাসের এবং ২৯ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। আগামী ১১ আগস্ট সম্ভাব্য ঈদ ধরে অগ্রিম টিকেট বিক্রির সিদ্ধান্ত হয়েছে বলে  মঙ্গলবার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ২৬ জুলাই সকাল থেকে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলগামী বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরু করবে পরিবহন কোম্পানিগুলো। উত্তরাঞ্চলগামী বাসের অগ্রিম টিকেট গাবতলী এবং কল্যাণপুরের কাউন্টার থেকে পাওয়া যাবে। পাশাপাশি অনলাইনেও টিকেট পাওয়া যাবে।

বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ সাংবাদিকদের জানান, বরাবরের মতো এবারও সরকার নির্ধারিত দামেই টিকেট বিক্রি হবে। এবারও টিকেট বিক্রি মনিটরিং করা হবে।

এদিকে, রেল ভবন সূত্র জানিয়েছে, ২৯ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। গত ঈদের মতো রাজধানীর পাঁচটি পয়েন্ট থেকে অগ্রিম টিকেট সংগ্রহ করা যাবে। এছাড়া, গতবারের মতো এবারও শতকরা ৫০ ভাগ টিকেট অনলাইনে পাওয়া যাবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer