Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩২, রোববার ২৭ এপ্রিল ২০২৫

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৮, ২ জুন ২০২৪

প্রিন্ট:

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে এই টিকিট বিক্রি শুরু হয়। আজ দেয়া হচ্ছে ১২ জুনের টিকিট। এবার শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে।

রেলওয়ের কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, পশ্চিমাঞ্চলে চলাচল করার সকল আন্তঃনগর ট্রেনের আসন সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সকল ট্রেনের আসন দুপুর ২টায় বিক্রি করা হবে।

বরাবরের মতো এবারও ঈদের আগে বিশেষ ব্যবস্থায় পাঁচ দিনের ট্রেনের আসন বিক্রি করা হবে। এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে ৩৩ হাজার ৫০০টি।

এতে বলা হয়, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ১২ জুনের আসন বিক্রি হবে ২ জুন; ১৩ জুনের আসন বিক্রি হবে ৩ জুন; ১৪ জুনের আসন বিক্রি হবে ৪ জুন; ১৫ জুনের আসন বিক্রি হবে ৫ জুন; ১৬ জুনের আসন বিক্রি হবে ৬ জুন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer