Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

গণমাধ্যমের সাথে তথ্যমন্ত্রীর নববর্ষ বরণ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৮, ১৪ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

গণমাধ্যমের সাথে তথ্যমন্ত্রীর নববর্ষ বরণ

ছবি : পিআইডি

ঢাকা : জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, একুশে টেলিভিশন, মাই টিভি ও বিডিনিউজ বার্তা সংস্থার বর্ষবরণে যোগদানের মধ্যদিয়ে বঙ্গাব্দ ১৪২৪ সালের প্রথম দিনটি গণমাধ্যমের সাথেই উদযাপন করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নববর্ষের প্রথম প্রহরে, বৃহস্পতিবার দিবাগত রাত বারোটা এক মিনিটে একুশে টেলিভিশনের ১৮তম বছরে পদার্পণ উপলক্ষে তাদের কার্যালয়ে কেক কাটেন ইনু।

পয়লা বৈশাখ সকালে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নববর্ষ উৎসবে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর দুপুরে জাতীয় প্রেস ক্লাবের বর্ষবরণ আয়োজনে যান তথ্যমন্ত্রী।

প্রেস ক্লাব সভাপতি শফিকুর রহমান, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনসহ বরেণ্য সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে ডিআরইউ’র বর্ণাঢ্য আয়োজনে সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মুরসালিন নোমানীসহ বিপুলসংখ্যক গণমাধ্যম কর্মী তথ্যমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এরপর মহাখালীতে অনলাইন বার্তা সংস্থা বিডিনিউজ কার্যালয়ে পৌঁছলে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে স্বাগত জানান সংস্থার প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা। সন্ধ্যায় প্রতিবেদন লেখার সময় মন্ত্রী মাই টিভি’র ৮ম বছরে পদার্পণ অনুষ্ঠানে যোগ দিচ্ছিলেন।

অনুষ্ঠানগুলোতে তথ্যমন্ত্রী দেশের গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘নিজস্ব সংস্কৃতির চর্চা মানুষকে শেকড়ের সাথে যুক্ত রাখে, সামনে এগোবার শক্তি যোগায়। বাংলা নববর্ষের আয়োজনে কোটি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাঙালির শক্তিরই পরিচায়ক। আর এই মহামিলনের বার্তা সকলের কাছে পৌঁছে দিয়ে গণমাধ্যম যে ভূমিকা রেখে চলেছে, সে জন্য দেশবাসীর পক্ষ থেকে তাদের অনেক ধন্যবাদ।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer