Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২৩ ১৪৩১, রোববার ০৮ ডিসেম্বর ২০২৪

ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল মারা গেছেন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৪, ২৫ সেপ্টেম্বর ২০২৪

প্রিন্ট:

ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল মারা গেছেন

ফাইল ছবি

বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল আর বেঁচে নেই। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই সিনিয়র সাংবাদিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ছিলেন অঘোর মন্ডল। আগস্টের শুরু থেকেই ভুগছিলেন কিডনি জটিলতায়। সপ্তাহ দুয়েক আগে আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে। সেখানেই আজ বুধবার বিকেলে ইহলোক ত্যাগ করেন অঘোর মন্ডল। 

তিন দশক ধরে ক্রীড়া সাংবাদিকতা করেছেন অঘোর মন্ডল। নব্বইয়ের দশকে আজকের কাগজ দিয়ে সাংবাদিকতা ক্যারিয়ার শুরু করেন এই বিশিষ্ট ব্যক্তি। নানা সম্প্রচার মাধ্যমেও কাজ করেছেন তিনি। চ্যানেল আই, দীপ্ত, এটিএন নিউজের মতো প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা আছে তার। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer