Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২২ ১৪৩২, সোমবার ০৭ জুলাই ২০২৫

সাংবাদিক ইউনিয়ন যশোরের নির্বাচনের তফসিল ঘোষণা

কাজী রাকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪১, ৩১ মে ২০২৩

প্রিন্ট:

সাংবাদিক ইউনিয়ন যশোরের নির্বাচনের তফসিল ঘোষণা

ছবি: সংগৃহীত

সাংবাদিক ইউনিয়ন যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আহসান কবীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৭ জুন ২০২৩ সকাল ১০ টা থেকে দুুপুর ২ টা পর্যন্ত এক টানা ভোটগ্রহণ চলবে।

ঘোষিত তফসিলে খসড়া ভোটার তালিকার আপত্তি দাখিল ও নিষ্পত্তির  দিন নির্ধারণ করা হয়েছে ৩১ মে ২০২৩,চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১ জুন ২০২৩,মনোনয়নপত্র গ্রহণের দিন ২ জুন সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত।

মনোনয়নপত্র জমা ৩ জুন সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই বাছাই ৪ জুন,মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ৬ জুন সকাল ১০ টা থেকে বেলা ১টা পর্যন্ত, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৭ জুন বেলা ১টা পর্যন্ত। ভোট গ্রহণ ১৭ জুন সকাল ১০ টা থেকে বেলা ২টা পর্যন্ত এবং একই দিন ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে।