Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

বেতন ভাতা সমস্যা : বাংলাদেশ সফর নিয়ে ওয়ার্নারের সন্দেহ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৫৫, ১৮ জুন ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বেতন ভাতা সমস্যা : বাংলাদেশ সফর নিয়ে ওয়ার্নারের সন্দেহ

ঢাকা : খেলোয়াড়দের সঙ্গে ক্রিকেট অস্ট্রেয়িার (সিএ) মধ্যকার বেতন-ভাতা নিয়ে সৃষ্ট সমস্যা আগামী ৩০ জুনের সমাধান না হলে অস্ট্রেলিয়া দলের আসন্ন বাংলাদেশ সফর নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন দলটির সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

কেবলমাত্র বাংলাদেশ সফর নয়- আসন্ন এ্যাশেজ সিরিজ নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

বেতন-ভাতা নিয়ে সৃষ্ট সমস্যা এ মাসের মধ্যেই সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে সিএ এবং অস্ট্রেরিয়ান ক্রিকেটার্স এসোসিয়েশন (এসিএ)।

তবে ওয়ার্নার বলেন, চলমান সমস্যার সমাধান না হলে আসন্ন বাংলাদেশ সফর ও এ্যাশেজ সিরিজ বিঘ্নিত হতে পারে। চ্যানেল নাইনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘১ জুলাই থেকে আমরা বেকার বলে আমাদের হুমকি দেয়া হয়েছে। আমরা আশাবাদী যে, একটা চুক্তি হবে- এটা একটা অনড় অবস্থান। আমাদের মত হচ্ছে আমরা অস্ট্রেলিযার হয়ে খেলতে চাই এবং অন্যরাও সেটা চায়।’

‘তবে কোন সমাধান না হলে আমরা বাংলাদেশ সফরে যাবো না এমনকি এ্যাশেজ সিরিজেও না।’
তিনি আরো বলেন, ‘আমরা অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেট খেরতে চাই, এটাই আমাদের লক্ষ্য। আসন্ন গ্রীষ্মে কোন ক্রিকেট না থাকলে আমরা কি করবো?’

অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা নিজ দেশের প্রতিনিধিত্ব করতে চান বলে পুনরুল্লেখ করে ওয়ার্নার বলেন, তবে সমস্যার সমাধান না হলে তাদের কোন বিকল্প নেই।

তিনি বলেন, ‘আমরা আবদ্ধ হয়ে যাচ্ছি। আমরা কোথায় অনুশীলন করব? তারা আমাদের সুযোগ-সুবিধা বন্ধ করে দেবে। তবে এমনটা হলে তা হবে খুবই হতাশার। কেননা আমরা অস্ট্রেলিয়ার হয়ে খেরতে চাই। কিন্তু কোন সমঝোতা চুক্তি স্বাক্ষরিত না হলে বাংলাদেশে যেতে বিমানে ওঠা আমাদের জন্য কঠিন হবে।’ বাসস

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer