
ফাইল ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৫ত ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখী হচ্ছে ভারত। অপেক্ষাকৃত দুর্বল দলের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়ে পূর্ণ ৪ পয়েন্ট পেয়েছে উভয় দল। সুপার এইটের পথে এগিয়ে যেতে দু’দলেরই জয় চাই এই ম্যাচে।
এ গ্রুপের ম্যাচে ভারত ও যুক্তরাষ্ট্র দুই দলই পাকিস্তানকে হারিয়েছে।
এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছেন রোহিত শর্মা। একাদশে আছেন বিরাট কোহলি, যশপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।
তবে কাঁধের চোটের কারণে দলের বাইরে আছেন যুক্তরাষ্ট্রের মোনাক প্যাটেল।