Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ১০ ১৪৩১, শনিবার ২৫ মে ২০২৪

ধোনির পা ছুঁয়ে প্রণাম, অরিজিতের ভক্তিতে মুগ্ধ নেটিজেনরা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৪, ১ এপ্রিল ২০২৩

প্রিন্ট:

ধোনির পা ছুঁয়ে প্রণাম, অরিজিতের ভক্তিতে মুগ্ধ নেটিজেনরা

ছবি: সংগৃহীত

ভারতের সেরা গায়কদের মধ্যে অনেকেই অরিজিৎ সিংয়ের নাম উপরের দিকে রাখবেন।বাংলা হোক বা হিন্দি, অরিজিতের যেকোনো গান ভক্তদের মুগ্ধ করে। যেখানেই অরিজিতের অনুষ্ঠান থাকুক, তা দেখতে টিকিট নিয়ে টানাটানি পড়ে যায়।

সেই অরিজিৎ সিং ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির পা ছুঁয়ে প্রণাম করলেন, যেটি দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। শুক্রবার আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে এমন ঘটনা ঘটেছে।আসলে উদ্বোধনী অনুষ্ঠানের শেষদিকে বিসিসিআই সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহ এবং দুই দলের অধিনায়ককে মঞ্চে ডাকেন সঞ্চালিকা।তখনই সুযোগ বুঝে ধোনিকে প্রণাম করে নেন অরিজিৎ। ধোনি খানিক অপ্রস্তুত হয়ে পড়েছিলেন।হাত দিয়ে আটকানোরও চেষ্টা করেছিলেন।কিন্তু তার আগেই ভারতীয় ক্রিকেটের ক্যাপ্টেন কুলের পা ছুঁয়ে ফেলেছেন অরিজিৎ।সঙ্গে সঙ্গে ধোনি তাকে ধরে বুকে জড়িয়ে ধরেন।ধোনিকে সামনে পেয়ে অরিজিৎ যে কতটা মুগ্ধ হয়েছেন তা তার অভিব্যক্তি দেখেই বোঝা গেছে।এই মুহূর্তটা মনে ধরেছে নেটিজেনদের।ছবিটা ভাইরাল হতে বেশি সময় নেয়নি।সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে ছবিটি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer