Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

বাংলাদেশের জয়ের জন্য দরকার ১৮৭

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০৬, ৪ ডিসেম্বর ২০২২

প্রিন্ট:

বাংলাদেশের জয়ের জন্য দরকার ১৮৭

ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দাপুটে বোলিং দেখিয়েছে বাংলাদেশ। সাকিব-এবাদতের বোলিং তোপে ভারতকে ১৮৬ রানেই গুটিয়ে দিয়েছে বাংলাদেশের বোলাররা। যা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে ভারতের দ্বিতীয় সর্বনিম্নও। ভারতের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেছেন কেএল রাহুল। প্রথম ওয়ানডেতে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ১৮৭ রান।

মিরপুরে প্রথম ওয়ানডেতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান লিটন। শুরু থেকেই ভারতকে চেপে ধরে বাংলাদেশের বোলাররা। ধাওয়ানকে ফিরিয়ে উইকেটের সূচনা করেন মিরাজ। এরপর সাকিব শো`তে লণ্ডভণ্ড হয়ে যায় ভারতের ইনিংস।

ভারতের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডেতে পাঁচ উইকেট তুলে নিয়েছেন সাকিব আল হাসান। তার বোলিং তোপে ভারতের ব্যাটিং লাইনআপ এলোমেলো হয়ে যায়।

নিজের প্রথম ওভার থেকেই ভারতের ব্যাটসম্যানদের কাঁপিয়ে তোলেন সাকিব। প্রথম ওভারেই রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে তুলে নেন বাঁহাতি এই স্পিনার। এরপর সাকিবের বলে এবাদতের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সুন্দর।
এরপর শার্দুল ঠাকুরকে বোল্ড এবং দীপক চাহারকে এলবিডব্লিউ করেন সাকিব। এটা ওয়ানডে ক্রিকেটে সাকিবের চতুর্থবার পাঁচ উইকেটের দেখা। তবে ভারতের বিপক্ষে সাকিবের এটাই প্রথম। এদিকে ১৭ মাস পর ওয়ানডেতে পাঁচ উইকেটের দেখা পেলেন সাকিব। ভারতের বিপক্ষে ১০ ওভার বোলিং করে ৩৬ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন সাকিব।

শুধু সাকিবই নয়, বোলিংয়ে আগুন ঝরিয়েছেন এবাদত হোসেনও। ভারতের চার ব্যাটারকে তুলে নিয়েছেন তিনি। ৮.২ ওভার বোলিং করে ৪৭ রানে নিয়েছেন ৪ উইকেট।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer