Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

নতুন বছরে গৃহঋণে সরকারি চাকরিজীবীদের জন্য সুখরব

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৭:২৭, ৩১ ডিসেম্বর ২০১৯

আপডেট: ০৭:২৯, ৩১ ডিসেম্বর ২০১৯

প্রিন্ট:

নতুন বছরে গৃহঋণে সরকারি চাকরিজীবীদের জন্য সুখরব

সরকারি চাকরিজীবীদের গৃহনির্মাণ ঋণের সুদ হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে ঋণগ্রহীতাকে ৫ শতাংশের নিচে সুদ গুনতে হবে। সোমবার থেকে এ হার কার্যকর হবে।

অর্থ বিভাগ রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। আগে ঋণের সুদের হার ১০ শতাংশ ছিল। এর মধ্যে ৫ শতাংশ দিতে হতো ঋণগ্রহীতাকে। বাকিটা সরকার দিত। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, একজন ঋণগ্রহীতাকে ব্যাংক-হারের অর্ধেক অর্থাৎ পাঁচ শতাংশের কম হারে সুদ পরিশোধ করতে হবে। বাকিটা আগের মতোই পরিশোধ করবে সরকার।

সরকারের ব্যবস্থাপনায় ব্যাংক থেকে সরল সুদে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা পর্যন্ত গৃহনির্মাণ ঋণ পাচ্ছেন সরকারি কর্মচারীরা। গত বছরের ৩০ জুলাই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সরকারি কর্মচারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহনির্মাণ ঋণের সুদের হার সর্বোচ্চ ৯ শতাংশ পুনর্নির্ধারণ করা হল। এটি হবে সরল সুদ এবং ঋণগ্রহীতা কর্মচারী শুধু ব্যাংক রেটের সমহারে সুদ পরিশোধ করবেন। এ পুনর্নির্ধারিত সুদের হার শুধু নতুন ঋণগ্রহীতার ক্ষেত্রে প্রযোজ্য হবে।