Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২৪ ১৪৩১, বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪

ইউএই থেকে রাতে দেশে ফিরছেন ক্ষমা পাওয়া ১৪ প্রবাসী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০৪, ৭ সেপ্টেম্বর ২০২৪

প্রিন্ট:

ইউএই থেকে রাতে দেশে ফিরছেন ক্ষমা পাওয়া ১৪ প্রবাসী

ফাইল ছবি

সময় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের পক্ষ থেকে ক্ষমা করা বাংলাদেশিদের মধ্যে প্রথম ধাপে দেশে ফিরছেন ১৪ জন৷

শনিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টার মধ্যে তারা ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবেন৷প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গেল ১৯ জুলাই সংযুক্ত আরব আমিরাতে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি বিক্ষোভ করেন। ওই ঘটনার পর ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়।

পরে গত ৩ সেপ্টেম্বর দণ্ডিত ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করে দেন দেশটির প্রেসিডেন্ট। সেদিন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হওয়া ৫৭ বাংলাদেশিকে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান ক্ষমা করেছেন। শিগগিরই তাদের বাংলাদেশে পাঠানো হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer