Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১৩ ১৪৩০, মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩

কাজের ভিসায় অস্ট্রেলিয়া যেতে আগ্রহীদের সতর্কবার্তা হাইকমিশনের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৪, ২২ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

কাজের ভিসায় অস্ট্রেলিয়া যেতে আগ্রহীদের সতর্কবার্তা হাইকমিশনের

ফাইল ছবি

কর্মী ভিসায় অস্ট্রেলিয়ায় যেতে আগ্রহীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।শুক্রবার একপ্রেস বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেয় হাইকমিশন।

হাইকমিশন বলছে, কতিপয় অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান কাজের প্রলোভন দেখিয়ে অস্ট্রেলিয়ায় কাজের সুযোগ পেতে আগ্রহীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সে দেশে চাকরি পেতে আগ্রহীদের কাজের ভিসা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং হাইকমিশনের সহায়তা নেওয়া যেতে পারে।

একই সঙ্গে দেশটির ভিসা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সম্পর্কে সকলকে অবগত থাকার পরামর্শও দেয়া হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer