Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

অসুস্থ হয়ে সিএমএইচে ভর্তি রওশন এরশাদ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৩, ১৮ মে ২০২০

প্রিন্ট:

অসুস্থ হয়ে সিএমএইচে ভর্তি রওশন এরশাদ

ঢাকা: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন রওশন এরশাদ অসুস্থ। শনিবার তিনি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ( সিএমএইচ) ভর্তি হয়েছেন। তিনি শ্বাসকষ্ট ও এলার্জি জনিত সমস্যায় ভুগছেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

বিরোধীদলীয় নেতার ব্যক্তিগত সহকারী মামুন হাসান জানান, রওশন এরশাদ আগে থেকেই পায়ের গোড়ালিতে এলার্জি জনিত সমস্যায় ভুগছিলেন। মূলত এ কারণেই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

আর চিকিৎসকরা জানিয়েছেন, রক্তচাপ জনিত কারণে সামান্য যে শ্বাসকষ্ট ছিল সেটিও সেরেছে। চিকিৎসকরা আশা করছেন, আজ সোমবার বিরোধীদলীয় নেতা বাসায় ফিরতে পারবেন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables