
ঢাকা: মাত্র তিন দিনের ব্যবধানে আওয়ামী লীগের অঙ্গ-সংগঠন শ্রমিক লীগের জাতীয় কাউন্সিল শনিবার। কাউন্সিলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।শনিবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রমিক লীগের কাউন্সিল সমাবেশের উদ্বোধন করবেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দলের কয়েকটি সহযোগী সংগঠনের সম্মেলনের কর্র্মসূচি গ্রহণ করা হয়েছে। যার মধ্যে- ৬ নভেম্বর কৃষক লীগ, ৯ নভেম্বর জাতীয় শ্রমিক লীগ, ১৬ নভেম্বর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ২৩ নভেম্বর আওয়ামী যুবলীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
বুধবার কৃষক লীগের জাতীয় কাউন্সিল সমাবেশেও প্রধান অতিথি হিসেবে যোগদান করেন শেখ হাসিনা।
আওয়ামী লীগ নেতারা জানান, আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা চলতি মাসে মোট চারবার সোহরাওয়ার্দী উদ্যানে আসার কথা রয়েছে। আগামীকাল ছাড়াও আগামী ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগ ও ২৩ নভেম্বর যুবলীগের সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাউন্সিল সমাবেশ উদ্বোধন করবেন।