Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ২৭ ১৪৩২, মঙ্গলবার ১২ আগস্ট ২০২৫

২৬-এর ফেব্রুয়ারির আগেই নির্বাচন হতে হবে: ডা. জাহিদ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:১৩, ১২ আগস্ট ২০২৫

প্রিন্ট:

২৬-এর ফেব্রুয়ারির আগেই নির্বাচন হতে হবে: ডা. জাহিদ

ফাইল ছবি

২০২৬ সালের ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন। কোনো ষড়যন্ত্র যাতে এটা ব্যাহত করতে না পারে সেদিকে সকলকে লক্ষ্য রাখারও আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিনে নয়াপল্টনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় এ মন্তব্য করেন তিনি।

জাহিদ হোসেন বলেন, জুলাইয়ের আগে আমাদের ৩১ দফা কর্মসূচি ছিল। এই কর্মসূচির আলোকে বিএনপি আগামীর নির্বাচনে অংশ নেবে। ২৬-এর ফ্রেব্রুয়ারির আগেই নির্বাচন হতে হবে। দেশের মানুষকে নিয়ে ভোটযুদ্ধ হবে। তা যেন কেউ বানচাল করতে না পারে। কোনো ষড়যন্ত্র যেন এটা ব্যাহত করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। উৎসবমুখর পরিবেশে নির্বাচন হতে হবে। জনগণ যেন নিশ্চিন্তে ভোট দিতে পারে।

৫ আগস্ট বাংলাদেশ থেকে স্বৈরাচার পালিয়ে গেছে। ১৫ বছরে আমাদের হাজার নেতাকর্মী হারিয়ে গেছে। আহতদের পুনর্বাসনে আমাদের দায়িত্ব আছে। তাদের জন্য সহযোগিতা অব্যাহত রাখতে হবে। কোনো অবস্থায় তাদের ভুলে গেলে চলবে না,’ বলেন তিনি।

জাহিদ হোসেন বলেন, আগে বাকশাল ছিল। চারটি পত্রিকা তখন বন্ধ করে দিয়েছিল। জিয়াউর রহমান সেগুলো খুলে দিয়েছিলেন। জিয়াউর রহমানের আগে বাংলাদেশে গার্মেন্টস শিল্প ছিল না। জিয়াউর রহমানের আমলে মানুষ একদল থেকে বহুদলীয় রাজনীতিতে গেছে। যদি আমরা পাহাড় ও সমতলের মানুষ এক হয়ে থাকি তাহলে বাংলাদেশ এগোবে। চাকমা, মারমা সবাই আমরা বাংলাদেশি। খালেদা জিয়ার আমলেই এই রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে প্রধানমন্ত্রী শাসিত রাষ্ট্র ব্যবস্থা চালু হয়।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables