
ফাইল ছবি
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার রাতে ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার সম্পাদক মো. আতাউর রহমান সরকার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, অনুমতি পেয়ে কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে তারা। ডিএমপির পক্ষ থেকে জামায়াতকে ঘরোয়া কর্মসূচি পালনের প্রস্তাব দেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার রাজধানীর ধানমণ্ডি লেকের রবীন্দ্র সরোবরে এক অনুষ্ঠানে এ বিষয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জামায়াতের সমাবেশের অনুমতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আপনারা জানেন, জামায়াতের অতীত ইতিহাস রয়েছে। তারা পুলিশের ওপর নানা নির্যাতন করেছে। বিভিন্ন বোমা হামলার ঘটনায় তাদের নাম এসেছে। দীর্ঘদিন তারা প্রকাশ্যে আসেনি।এখন তারা প্রকাশ্যে সভা-সমাবেশ করতে চায়।
তিনি বলেন, ‘জামায়াত সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে আবেদন করেছে। তারা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করতে চায়। আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে তথ্য চেয়েছি জামায়াত শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে কি না।আমরা তথ্য পেয়েছি।’