Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

গাজীপুরে পিএসটিসি’র আর্ন্তজাতিক যুব দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৬, ১৯ আগস্ট ২০১৯

প্রিন্ট:

গাজীপুরে পিএসটিসি’র আর্ন্তজাতিক যুব দিবস উদযাপন

ছবি : বহুমাত্রিক.কম

গাজীপুর: বেসরকারি উন্নয়ন সংস্থা পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) এর সংযোগ প্রকল্পের আয়োজনে গাজীপুরে আর্ন্তজাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার বেলা ১১টায় শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে যুব অধিদপ্তর, গাজীপুর উপ পরিচালকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আয়োজক প্রতিষ্ঠানের জেলা সমন্বয়কারী কর্মকর্তা প্রিয়দর্শন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে যুব অধিদপ্তর, গাজীপুর কার্যালয়ের উপ পরিচালক এস এম ইমদাদুল হক বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে ওই কার্যালয়ের সহকারী উপ পরিচালক হাফিজা আইরিন ও মো: সায়েদুর রহমান, গাজীপুর প্রেস ক্লাবের সহ সভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন বক্তব্য রাখেন। বক্তারা দিবসের প্রতিপাদ্য বিষয় ‘ট্রান্সফরম এডুকেশন’ এর উপর আলোকপাত করেন।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables