
ছবি: বহুমাত্রিক.কম
ময়মনসিংহে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত সাত দিন ব্যাপী বিভাগীয় বই মেলা উদ্বোধন করা হয়েছে। বিকালে নগরীর টাউন হল এডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়াম প্রাঙ্গনে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি ।
এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, জেলা আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলম সহ অন্যান্য অতিথি বৃন্দ। পরে মেলা প্রাঙ্গনে ভাষা সৈনিক প্রয়াত এমপি শামছুল হক মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে। আলোচনা সভায় বক্তারা বেশী বেশী বই পড়ার আহবান জানান।
প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে এছাড়া সন্ধ্যা ৬টা ৪০ থেকে মেলা প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।