Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৯ ১৪৩১, রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪

আমিরাতে অগ্নিকান্ডে তিন বাংলাদেশি নিহত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:২৯, ৩১ মে ২০২৩

প্রিন্ট:

আমিরাতে অগ্নিকান্ডে তিন বাংলাদেশি নিহত

-প্রতীকী ছবি

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এক ফার্নিচারে অগ্নিকান্ডের ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত তিনটার দিকে (আবুধাবির স্থানীয় সময়) দেশটির সারজা এলাকায় এ ঘটনা ঘটে। 

মঙ্গলবার রাতে নিহতের এক স্বজন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, সেনবাগ উপজেলার পলতি গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে ফার্নিচার দোকান ব্যবসায়ী মো.ইউছুফ (৪৩)। একই উপজেলার মতৈন গ্রামের মৃত আব্দুল ওয়াহাবের ছেলে দোকান কর্মচারী মো. রাসেল (৩২)। অপর জন পলতি গ্রামের মীর আহাম্মদের ছেলে বলে জানা গেছে।

এ বিষয়ে সেনবাগ থানার ওসি মো.ইকবাল হোসেন পাটোয়ারি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত প্রবাসীদের ব্যাপারে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer