Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৪, ২৮ ফেব্রুয়ারি ২০২১

প্রিন্ট:

অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

ছবি- বহুমাত্রিক.কম

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে অগ্রণী ব্যাংক লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুর ১ টায় শমশেরনগর হামিদ এন্ড কালাম ব্রাদার্স সিটি সেন্টার এর দ্বিতীয় তলায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন করেন অগ্রণী ব্যাংক লি. মৌলভীবাজার অঞ্চলের অঞ্চল প্রধান ও ডিজিএম আব্দুল লতিফ।

অগ্রণী ব্যাংক লি. কঠারকোনা শাখার ব্যবস্থাপক রিপন সরকার এর সভাপতিত্বে ও শওকত হোসেন জুয়েল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক শাহজাহান মানিক, অগ্রণী ব্যাংক লি. মৌলভীবাজার শাখা ব্যবস্থাপক লুৎফুল মজিদ, শ্রীমঙ্গল শাখা ব্যবস্থাপক মো. নানু মিয়া, শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সম্পাদক মোশাহিদুর রহমান, হামিদ এন্ড কালাম ব্রাদার্স সিটি সেন্টারের স্বত্ত্বাধিকারী মো. আব্দুল হামিদ, সাংবাদিক জয়নাল আবেদীন, প্রনীত রঞ্জন দেবনাথ, ব্যবসায়ী আলী মোকাদ্দেস, নছিবুর রহমান, মহিউদ্দীন আহমেদ, বিল্লাল হোসেন, অগ্রণী ব্যাংক লি. টিলাগাঁও এজেন্ট ব্যাংকিং এর প্রোপাইটার আব্দুস শহীদ প্রমুখ।

অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক লি. শমশেরনগর এজেন্ট ব্যাংকিং শাখার প্রোপাইটর আব্দুল হালিম হুমায়ুন। এসময় অগ্রণী ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী ও ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables