Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, বুধবার ০১ মে ২০২৪

খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৪, ১৭ জানুয়ারি ২০২১

প্রিন্ট:

খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি

নির্বাচন কমিশন (ইসি) খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। খসড়া তালিকায় ২০১৯-২০২০ সালে নতুন ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন ভোটার নিবন্ধিত হয়েছেন।রোববার  রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২০১৯-২০২০ সালে ভোটার তালিকা হালনাগাদে নতুন ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ ভোটার নিবন্ধিত হয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৯ লাখ ১ হাজার ৯৮৩ জন, নারী ভোটার ৫ লাখ ৬৩ হাজার ৪৬ জন এবং তৃতীয় লিঙ্গের ১৫ জন।

কারো কোনো তথ্য ভুল থাকলে তা সংশোধনের জন্য ৩১ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে বলেও জানিয়েছেন ইসি সচিব।

আজ পর্যন্ত ইসির তালিকায় মোট ১১ কোটি ১২ লাখ ৮৪ হাজার ১৫৮ জন ভোটার আছেন। তাদের মধ্যে পুরুষ ৫ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৫১৩ জন, নারী ৫ কোটি ৪৮ লাখ ৯৯ হাজার ২৭০ জন এবং তৃতীয় লিঙ্গের ৩৭৫ জন।

ইসি সচিব আরও জানান, খসড়া তালিকায় মৃত ভোটারদের বাদ দেওয়া হয়নি। ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer