Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

কাদের মির্জাকে অভিনন্দন জানালেন ওবায়দুল কাদের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৩, ১৬ জানুয়ারি ২০২১

প্রিন্ট:

কাদের মির্জাকে অভিনন্দন জানালেন ওবায়দুল কাদের

নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে পুনরায় বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আবদুল কাদের মির্জা। এই বিজয়ে তাঁর বড় ভাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাকে মুঠোফোনে অভিনন্দন জানিয়েছেন।

শনিবার সন্ধ্যায় আবদুল কাদের মির্জা রুপালী চত্বরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এ বিজয় জনতার, এ জয় শেখ হাসিনার জয়। আওয়ামী লীগের উন্নয়নের জয়, এবং ওবায়দুল কাদেরের জয়।’

এর আগে ওবায়দুল কাদের বলেছেন, দেশের ভোটের সংস্কৃতি নিয়ে বিএনপির মিথ্যাচারের জবাব দিয়েছে নোয়াখালীর বসুরহাট পৌরসভার ভোটাররা। বিকালে তার সরকারি বাসভবন থেকে দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন পরবর্তী তাৎক্ষণিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables