Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২২ ১৪৩২, সোমবার ০৭ জুলাই ২০২৫

মাগুরায় স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৭, ২৩ নভেম্বর ২০২০

প্রিন্ট:

মাগুরায় স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

সরকার ধর্ষণের শাস্তি জোরদার করলেও দেশব্যাপী এ অপরাধের ঘটনা ঘটেই চলেছে। এবার মাগুরা সদর উপজেলার জাগলা গ্রামে স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছেন কয়েকজন যুবক।

এ ঘটনায় রোববার সদর থানায় অজ্ঞাত পাঁচজনকে আসামি করে মামলা করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, ওই নারী প্রতি বছর ধান কাটার মৌসুমে স্বামীর সাথে মজুর খাটতে ঝিনাইদহের শৈলকুপা থেকে মাগুরা আসেন। এবার তারা দিনের বেলা কাজের পর রাতে খেতের পাশেই ঝুপড়ি ঘর বানিয়ে থাকছিলেন।

শনিবার সারা দিন কাজ শেষে তারা যথারীতি জাগলা গ্রামের মাঠের মধ্যে ঝুপড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে অজ্ঞাত পাঁচ যুবক ঝুপড়ির মধ্যে ঢুকে ধারালো অস্ত্র দেখিয়ে স্বামীকে খেতের পাশে নিয়ে যায়। সেখানে তাকে বেঁধে রেখে তারা ৪৫ বছর বয়সী ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করেন। তারা ফিরে যাওয়ার সময় এ বিষয়ে কাউকে কিছু না জানাতে হুমকিও দিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগীরা স্থানীয় গ্রামবাসীদের কাছে অভিযোগ দেন এবং তাদের পরামর্শে রোববার দুপুরে সদর থানায় হাজির হয়ে মামলা করেন।