Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

ডেঙ্গু আক্রান্ত আরও দুজনের মৃত্যু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫১, ১৯ আগস্ট ২০১৯

প্রিন্ট:

ডেঙ্গু আক্রান্ত আরও দুজনের মৃত্যু

ফাইল ছবি

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন মারা গেছেন। রোববার রাতে ও সোমবার সকালে তারা মারা যান।

খুমেক হাসপাতালের আবাসিক ফিজিসিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবজি বিক্রেতা মিজানুর রহমান (৪০) নামে একজনের মৃত্যু হয়। সোমবার সকাল ৭টায় খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত মিজানুর রহমানের বাড়ি রূপসা উপজেলার খাঁজাডাঙ্গা গ্রামে। 

খুলনার সিভিল সার্জন ডা.এস এম আব্দুর রাজ্জাক বলেন, খুলনায় আজ সোমবার পর্যন্ত ৫৭৩জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এরমধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ৮৯ জন। তারমধ্যে ২০জন আজ সোমবার ভর্তি হয়েছে। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। 

এদিকে, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রোববার রাত ৮টার দিকে রাসেল মিয়া (৩২) নামে এক যুবক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক লক্ষ্মী নারায়ণ চন্দ্র গণমাধ্যমকে এখবর নিশ্চিত করেছেন। নিহতের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরটেকি গ্রামে। সোমবার সকালে একই হাসপাতালে কেন্দুয়ার আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি মারা যান। তারা কয়েকদিন আগে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer