Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ২৭ ১৪৩২, মঙ্গলবার ১২ আগস্ট ২০২৫

ভোটার তালিকা হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪১, ১০ আগস্ট ২০২৫

প্রিন্ট:

ভোটার তালিকা হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ

ফাইল ছবি

ভোটার তালিকা হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার এ তালিকা প্রকাশ করা হয়। এই তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং কোনো সংশোধন বা ত্রুটি-বিচ্যুতি দূর করার জন্য আগামী ২১ আগস্ট পর্যন্ত দরখাস্ত দাখিল করা যাবে।

এরপর অন্যান্য কাজ শেষে ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এছাড়া ২০০৭ সালের ১ জুলাই বা তার আগে জন্ম এমন বাদ পড়া ভোটারদের তালিকা ও কর্তনকৃত মৃত ভোটারদের তালিকা আজ সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রকাশ করা হবে।

এবারের হালনাগাদে ৪৪ লাখের মতো নতুন ভোটার যুক্ত হচ্ছেন। তাদের তথ্যই খসড়া সম্পূরক তালিকায় প্রকাশ করা হয়েছে। উপজেলা কর্মকর্তারা এই তালিকা নির্দিষ্ট স্থানে সাঁটিয়ে দেবেন।

বর্তমানে দেশে ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এদিকে যাদের বয়স ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ হবে তারাও আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত হবেন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables