Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২৪ ১৪৩১, সোমবার ০৯ ডিসেম্বর ২০২৪

ডিআইইউর সঙ্গে বিশ্বের ১০ বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৮, ২৭ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

ডিআইইউর সঙ্গে বিশ্বের ১০ বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই

ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে নিজেদের মধ্যে সহযোগিতাপূর্ণ মনোভাব ও শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা প্রদানের প্রতিশ্রুতিতে বিশ্বের আরও ১০টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।

সম্প্রতি ভারতের ভোপালে জাগরণ লেকসিটি ইউনিভার্সিটিতে অ্যাসোসিয়েশন অব দ্যা ইউনিভার্সিটিজ অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (এইউএপি) ১৭তম সাধারণ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই চুক্তিগুলো হয়। এসময় ডিআইইউর পক্ষ থেকে প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

ফিলিপাইনের অ্যাডামসন ইউনিভার্সিটি, বাতান পেনিনসুলা স্টেট ইউনিভার্সিটি, আউর লেডি অব ফাতেমা ইউনিভার্সিটি ও লিসিও ডে কাগায়ান ইউনিভার্সিটি, ভারতের ভিক্রান্ত ইউনিভার্সিটি ও আইইএস ইউনিভার্সিটি, জার্মানির মেইনজ ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেস, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, রোমানিয়ার ড্যানুবিয়াস ইউনিভার্সিটি এবং চীনের ম্যাকাওয়ের ইউনিভার্সিটি অব সেন্ট জোসেফের সঙ্গে এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়

এই সমঝোতা চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো যৌথ গবেষণা, নতুন নতুন অ্যাকাডেমিক উদ্ভাবন, শিক্ষক-শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় সহজে পরিবর্তন বা বিনিময় প্রোগ্রাম, ভার্চুয়াল লার্নিং প্লাটফর্মের মাধ্যমে শিক্ষা প্রদান এবং শিক্ষার্থীদের স্কলারশিপ বা বৃত্তির সুযোগ সৃষ্টি করবে। বৈশ্বিক শিক্ষা মাধ্যমে বর্তমান চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করে আন্তর্জাতিক এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার উদ্দেশ্যেই ডিআইইউ এই সমঝোতায় সহমত প্রকাশ করে চুক্তিবদ্ধ হয়। তাছাড়া আধুনিক ও টেকসই শিক্ষা পরিবেশ নিশ্চিতের জন্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আন্তর্জাতিক মঞ্চে প্রতিশ্রুতি প্রদান করে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer