Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১২ ১৪৩১, রোববার ২৬ জানুয়ারি ২০২৫

সমুদ্র সৈকত থেকে ৬০ রোহিঙ্গা আটক : ৪টি বাস জব্দ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৭:৪৫, ১৯ জুন ২০২৪

প্রিন্ট:

সমুদ্র সৈকত থেকে ৬০ রোহিঙ্গা আটক : ৪টি বাস জব্দ

ছবি- সংগৃহীত

কক্সবাজার সমুদ্রসৈকত থেকে ৬০ জন রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে রোহিঙ্গাদের বহনকারী ৪টি বাস জব্দের পাশাপাশি বাসের ৭ চালক ও সহকারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত সৈকতের লাবণী পয়েন্ট টু কলাতলী পয়েন্ট পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, ‘রোহিঙ্গারা যাতে ক্যাম্প থেকে বের হয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে আসতে না পারে; এজন্য জেলা প্রশাসন সার্বক্ষণিক তদারকিতে রয়েছে। তারই ধারাবাহিকতা মঙ্গলবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত কক্সবাজার সমুদ্রসৈকতে অভিযান চালিয়ে ৬০ জন রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তাদের নিয়ে যাওয়া হয় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে। একই সঙ্গে কলাতলীর মোড় ও ক্যাম্প থেকে রোহিঙ্গাদের বহন করে আনা ৪টি বাসও জব্দ করা হয়। আর বাসের ৭ চালক ও হেলপারকে আটক করা হয়।’

মো. মাসুদ রানা আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এসব রোহিঙ্গা উখিয়ার ১৫, ১, ৯ নম্বরসহ বিভিন্ন ক্যাম্প থেকে কক্সবাজার শহরে অনুপ্রবেশ করেছে। রাত ১০টায় পর্যন্ত তাদের তথ্য সংগ্রহ করা হয়। এরপর ক্যাম্প ইনচার্জদের সঙ্গে আলাপ করে বাসযোগে রোহিঙ্গাদের স্ব-স্ব ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। আর বাসের ৭ চালক ও হেলপারকে ১৫ হাজার টাকা করে জরিমানা করে মুচলেকা নেয়া হয়েছে।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer