Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ৬ ১৪৩১, মঙ্গলবার ২১ মে ২০২৪

অশুভ শক্তিকে পরাজিত করার প্রত্যাশায় মঙ্গল শোভাযাত্রা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৪, ১৪ এপ্রিল ২০২৪

প্রিন্ট:

অশুভ শক্তিকে পরাজিত করার প্রত্যাশায় মঙ্গল শোভাযাত্রা

ছবি- সংগৃহীত

সব অশুভ শক্তিকে পরাজিত করে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে। রোববার সকাল ৯টা ১৫ মিনিটে মঙ্গল শোভাযাত্রাটি শুরু হয়।

এবারের মঙ্গল শোভাযাত্রার স্লোগান ‘আমরা তো তিমিরবিনাশী’।  শোভাযাত্রার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। কঠোর নিরাপত্তার চাদরে মোড়ানো রয়েছে পুরো এলাকা। পথিমধ্যে কারও মঙ্গল শোভাযাত্রায় অংশ নেওয়ার সুযোগ নেই। কারণ চতুর্দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে মানবপ্রাচীর গঠন করা হয়েছে।

এর আগে এবারের মঙ্গল শোভাযাত্রা ১৫ মিনিট পেছানো হয়। রমনার অনুষ্ঠান শেষ করে সবাই যাতে শোভাযাত্রায় যোগ দিতে পারেন, সেজন্য পূর্বনির্ধারিত সময় থেকে এবারের মঙ্গল শোভাযাত্রা পেছানো হয়।

শোভাযাত্রাটি শাহবাগ মোড় হয়ে শিশুপার্কের সামনে দিয়ে ঘুরে ফের শাহবাগ হয়ে টিএসসিতে গিয়ে শেষ হয়। পরে বকুলতলার মঞ্চে বিকেল ৫টা পর্যন্ত চলবে বাউল গান।

শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রতীকী উপস্থাপনের নানা বিষয় স্থান পেয়েছে। অসাম্প্রদায়িক চেতনার প্রাণের উৎসব বর্ষবরণ। বাংলা বর্ষবরণে বাঙালির নানা আয়োজনের মধ্যে মঙ্গল শোভাযাত্রা অন্যতম।

আশির দশকে সামরিক শাসনের অর্গল ভাঙার আহ্বানে পহেলা বৈশাখে চারুকলা থেকে যে শোভাযাত্রা বের হয়েছিল; সেটিই পরে মঙ্গল শোভাযাত্রায় রূপ নেয়। ২০১৬ সালে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতিও পায় এ কর্মসূচি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer