Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১১ ১৪৩১, শনিবার ২৭ জুলাই ২০২৪

শেখ হাসিনাকে নিয়ে হায়দার জিতু’র বইয়ের পাঠ উন্মোচনে রাষ্ট্রপতি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৪

প্রিন্ট:

শেখ হাসিনাকে নিয়ে হায়দার জিতু’র বইয়ের পাঠ উন্মোচনে রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে হায়দার মোহাম্মদ জিতুর লেখা ‘তরুণ প্রজন্মের প্রেরণা শেখ হাসিনা’ শীর্ষক গ্রন্থের পাঠ উন্মোচন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার বঙ্গভবনে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। গ্রন্থের লেখক হায়দার মোহাম্মদ জিতু রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ গ্রন্থে সংকলিত প্রবন্ধগুলোতে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানুষের অনুভূতি হয়ে উঠার পটকে চিত্রিত করা হয়েছে অত্যন্ত প্রাঞ্জল ভাষায়। বৈশ্বিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট, দেশের অভূতপূর্ব উন্নয়ন, বিভিন্ন সূচকে ঈর্ষণীয় অর্জনসহ বদলে যাওয়া বাংলাদেশের কারিগর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যয়দীপ্ত ছুটে চলার আখ্যান উঠে এসেছে প্রবন্ধগুলোতে।

বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, সচিব সম্পদ বড়ুয়া, প্রেস সচিব মো: জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মো: ওয়াহিদুল ইসলাম খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ জিতু কেন্দ্রীয় ছাত্রলীগে সর্বশেষ জয়-লেখক কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছিলেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নকালে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় কমিটিতেও বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি। গত ২২ নভেম্বর (২০২৪) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জিতুকে রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ প্রদান করা হয়। রংপুরের সাতমাথার সিরাজুল ইসলাম সিরাজ-সৈয়দা মনিরা বেগম দম্পতির সন্তান জিতু সমসাময়িক বিষয়ে জাতীয় গণমাধ্যমে নিয়মিত কলাম লিখে প্রশংসা কুড়িয়েছেন। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer