Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১১ ১৪৩১, শনিবার ২৭ জুলাই ২০২৪

মনোনয়নপত্র জমার শেষ দিন আজ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৩, ৩০ নভেম্বর ২০২৩

প্রিন্ট:

মনোনয়নপত্র জমার শেষ দিন আজ

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুকদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার। এ পর্যন্ত নিবন্ধিত ২৬টি রাজনৈতিক দলের মনোনীতরা ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। বিকেল চারটায় মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হবে। দু-একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমার সময় বাড়ানোর আবেদন জানালেও  এখন পর্যন্ত তা আমলে নেয়নি নির্বাচন কমিশন।

ইসি সূত্র জানিয়েছে, মনোনয়নপত্র জমাদান শেষে কতোগুলো দল ও প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছে, তা বলা যাবে। নিবন্ধিত ৪৪টি দলের মধ্যে ইসিতে চিঠি দিয়েছে ২৬টি। এরমধ্যে নির্বাচন বর্জন করে আন্দোলনে থাকা বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোটের একাংশ এবং বাংলাদেশ মুসলিম লীগও রয়েছে। গণফোরামের একটি অংশও নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়ে চিঠি দিয়েছে।

শুক্রবার থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে। আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা

নির্বাচনে অংশ নেওয়ার তালিকায় বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদসহ ১৮টি নিবন্ধিত দলের নাম নেই। তবে, সব মিলিয়ে ৩১টি রাজনৈতিক দল নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়নপত্রে কে সই করবেন, তা জানিয়ে ইসিতে চিঠি দিয়েছে- ক্ষমতাসীন আওয়ামী লীগ, জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা), জাতীয় পার্টি (জেপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, জাকের পার্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), গণফ্রন্ট, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল),  বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট (একাংশ), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ কংগ্রেস, তৃণমূল বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)।

এর আগে ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ ৩৯টি রাজনৈতিক দল অংশ নিয়েছিল। ওই নির্বাচনে অনিয়মের অভিযোগ তোলে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল

২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ১২টি রাজনৈতিক দল অংশ নিয়েছিল। ওই নির্বাচন বিএনপি ও এর শরিক দলগুলো বর্জন করেছিল। এবার যেসব দল নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছে এর অনেকগুলোই আওয়ামী লীগের শরিক দল। তারা সবাই আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট করার আগ্রহ জানিয়েছে। এছাড়া জাতীয় পার্টিসহ কয়েকটি দল নিবন্ধিত ও অনিবন্ধিত দলের সঙ্গে জোটবদ্ধ ভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ‘নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে অন্তত ৩০টির মতো দল নির্বাচনে অংশ নিচ্ছে। ফলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে। আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে চাই। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer