Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ৭ ১৪৩১, বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪

ভিসা নীতি নিয়ে ডিএমপি চিন্তা করে না: নবনিযুক্ত ডিএমপি কমিশনার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২২, ২ অক্টোবর ২০২৩

প্রিন্ট:

ভিসা নীতি নিয়ে ডিএমপি চিন্তা করে না: নবনিযুক্ত ডিএমপি কমিশনার

ছবি- সংগৃহীত

মার্কিন ভিসা নীতি নিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) চিন্তা করে না। এটি ব্যক্তিকেন্দ্রিক, সংগঠনের বিষয় নয় বলে মনে করেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

সোমবার দায়িত্ব নেয়ার পর ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ মত দেন তিনিডিএমপি কমিশনার বলেন, কোনো সংগঠন যদি অনুমতি ছাড়া কোনো কর্মসূচি পালন করার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে নির্ভয়ে ব্যবস্থা নেয়া হবে।

 এসময় ডিএমপি কমিশনার আরও বলেন, ভিসা নীতির দায় ব্যক্তির, বাহিনীর নয়।  মার্কিন ভিসা নীতি নিয়ে ডিএমপি চিন্তা করে না, এটি ব্যক্তিকেন্দ্রিক সংগঠনের বিষয় নয়। 

সামনে জাতীয় নির্বাচন। নির্বাচনে অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধ করা গুরুত্বপূর্ণ। দেশে আদালত, বিচারিক প্রক্রিয়া আছে। যেসব অপরাধী জেল থেকে বের হচ্ছে তাদের কঠোর মনিটরিং করতে নির্দেশ দেয়া হয়েছে। অপরাধী ছোট হোক বড় হোক, কাউকে ছাড় নয়। অপরাধ করলে কাউকেই ছাড় দেয়া হবে না।

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খ. মহিদ উদ্দিন,  অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
গত শনিবার দায়িত্ব গ্রহণ করেন তিনি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer