Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১৫ ১৪৩০, বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩

মার্কিন দূতাবাসে আশ্রয় নিয়েছেন ডিএজি এমরান

প্রকাশিত: ১৮:০৮, ৮ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

মার্কিন দূতাবাসে আশ্রয় নিয়েছেন ডিএজি এমরান

ছবি- সংগৃহীত

ড. মুহাম্মদ ইউনূস ইস্যুতে বক্তব্য প্রদান ঘিরে শেষ পর্যন্ত বরখাস্ত হয়েছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূইয়া। এমনকি নিরাপত্তাহীনতায় ভোগার কারণে তিনি বাসভবন ছেড়ে সপরিবারে ঢাকাস্থ মার্কিন দূতাবাসে আশ্রয় নিয়েছেন।

শুক্রবার বিকেলে এমরান আহম্মদ ভূঁইয়া মার্কিন দূতাবাসে গেছেন বলে একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।এমরান আহম্মদ ভূঁইয়া শুক্রবার বিকালে জানান, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই পরিবার নিয়ে আশ্রয়ের জন্য মার্কিন দূতাবাসে গেছেন।

এর আগে, বৃহস্পতিবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়ার নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ। রাষ্ট্রপতির আদেশক্রমে সলিসিটর রুনা নাহিদ আক্তার এ প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২ (পিও নং- ৬) এর ৪ (১) অনুচ্ছেদ অনুসারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়ার নিয়োগাদেশ জনস্বার্থে বাতিলক্রমে তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer