Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৩০ ১৪৩২, বুধবার ১৬ জুলাই ২০২৫

বনানীতে শাহরিয়ার কবিরের মেয়ের লাশ উদ্ধার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৯, ৯ জুন ২০২৩

প্রিন্ট:

বনানীতে শাহরিয়ার কবিরের মেয়ের লাশ উদ্ধার

ছবি- সংগৃহীত

বাংলাদেশি লেখক, সাংবাদিক, প্রামাণ্যচিত্র নির্মাতা ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে রাজধানীর বনানী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

একাত্তরের ঘাতক দালাল নির্মল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল বিভিন্ন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহরিয়ার কবিরের মেয়ে আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে তিনি কী কারণে আত্মহত্যা করেছেন সে বিষয়ে পুলিশ জানাতে পারেনি।