
ছবি- সংগৃহীত
গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে গোপন কক্ষে প্রবেশ ও ভোটদানে প্রভাবিত করার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। সিসিটিভি ক্যামেরায় ১০১ ও ১০৩ নম্বর কেন্দ্র থেকে চিহ্নিত করে তাদের আটকের নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সিসিটিভি ক্যামেরায় মনিটরিং হচ্ছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ। ইসির পঞ্চম তলায় কন্ট্রোল রুমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ মনিটরিং চলবে বলে জানা গেছে।
এর আগে, সকালে আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, এজেন্টকে ঢুকতে না দিলে ব্যবস্থা নেয়া হবে।
এদিন সকাল থেকেই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার আহসান হাবীব খান, মো. আলমগীর, রাশেদা সুলতানা ও আনিছুর রহমান কন্ট্রোল রুমে উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছেন।
নির্বাচনে ৪৮০টি কেন্দ্রে মোট ৪ হাজার ৪৩৫টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ভোট পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতিটি ভোটকক্ষে একটি করে আর কেন্দ্রপ্রতি দুটি করে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন, গাইবান্ধা-৫ উপ-নির্বাচন এবং ঝিনাইদহ পৌরসভা নির্বাচনও সিসিটিভির মাধ্যমে মনিটর করা হয়েছিল।