
ছবি- বহুমাত্রিক.কম
মানবপাচার রোধে সকল স্তরের দায়িত্বশীলদের সজাগ দৃষ্টি রাখতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মানবতা বিরোধী মানবপাচার রোধ সম্ভব হতে পারে বলে মত দিয়ে বক্তাগণ। স্থানীয় জেলা পরিষদ হল রুমে ১৯ নভেম্বর দুপুরে মানবপাচার রোধে অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় এক সেমিনারে বক্তারা এসব মন্তব্য করেন।
ময়মনসিংহের অতিক্তি বিভাগীয় কমিশনার (রাজস্ব) এ. এফ এম রফিকুন্নবীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও আইসিটি উইং) এ. কে. এম মোখলেছুর রহমান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) এর যুগ্ম-সচিব মোঃ মিজানুর রহমান, ময়মসনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ মাসুম আহাম্মদ ভূঞাঁ, উইনরক ইন্টা : প্রতিনিধি নাজমুল ইসলাম প্রমূখ।
সেমিনারে জননিরাপত্তা বিভাগের উপ-সচিব (রাজনৈতিক) মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীসহ বিভাগের চার জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, উপজেলা নির্বাহী অফিসারসহ পদস্থ কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ অংশ নেন।
বহুমাত্রিক.কম