Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, বুধবার ০১ মে ২০২৪

করোনায় আক্রান্ত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪১, ১১ জানুয়ারি ২০২২

প্রিন্ট:

করোনায় আক্রান্ত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়

দুই বাংলার জনপ্রিয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়েছেন। এখন তিনি নিজের বাড়িতে আইসোলেশনে আছেন। চিকিৎসা নিচ্ছেন। করোনার তেমন জোরালো উপসর্গ নেই বলেও জানিয়েছেন।

শীর্ষেন্দু মুখোপাধ্যায় ৯ দিন ধরে অসুস্থ। ২ জানুয়ারি তিনি মালদহে বইমেলা উদ্বোধনে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর সর্দি–কাশিতে আক্রান্ত হন। এরপরে তিনি করোনার নমুনা পরীক্ষা করান। মঙ্গলবার সেই নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তবে এখন পর্যন্ত তাঁর বড় কোনো সমস্যা দেখা দেয়নি।

শীর্ষেন্দু মুখোপাধ্যায় সাংবাদিকদের বলেছেন, ‘আমার অসুস্থতার ৯ দিন হয়ে গেছে। এ কদিনে কোনো উপসর্গ দেখা যায়নি। তবে খাবারে স্বাদ পাচ্ছি না। মুখে রুচি নেই। ঘুমঘুম ভাব। পেটের সমস্যাও আছে। তাই বাড়িতেই আইসোলেশনে আছি।’

সাহিত্যিক জানিয়েছেন, পরিবারের অন্য সদস্যরা সংস্পর্শে এলেও তাঁরা সুস্থ আছেন। তবে মেয়ের সামান্য জ্বর আছে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer