ফাইল ছবি
সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক,সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে একাধিক হত্যার মামলায় গ্রেপ্তার দেখানোর পর কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার সকাল ৮টায় তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত হাজির করা হয়। শুনানিকালে রাজধানীর বাড্ডা, লালবাগ, আদাবর ও খিলগাঁও থানার ১৩টি হত্যা মামলায় মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।
শুনানির শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবীর আদালত তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। শুনানি শেষে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়। আসামিদের মধ্যে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ছাড়া অপর আসামিরা একাধিক মামলায় কয়েক দফা রিমান্ডে ছিলেন।