Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৮ ১৪৩২, রোববার ১৩ জুলাই ২০২৫

অবশেষে বাংলাদেশে ঢুকছে আটকেপড়া পেঁয়াজের ট্রাক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২৯, ১৯ সেপ্টেম্বর ২০২০

আপডেট: ১৭:৩৫, ১৯ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

অবশেষে বাংলাদেশে ঢুকছে আটকেপড়া পেঁয়াজের ট্রাক

ছবি- সংগৃহীত

অবশেষে সীমান্তে পাঁচ দিন ধরে আটকে থাকা পেঁয়াজের চালান হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেছে। শনিবার বিকেল সোয়া ৩টায় পেঁয়াজ নিয়ে ভারতীয় ট্রাকগুলো বন্দরের পানামা পোর্টে প্রবেশ করে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ জানান, শুধুমাত্র গত ১৪ সেপ্টেম্বরের আগে এলসি করা পেঁয়াজগুলো ভারত সরকার রপ্তানির অনুমতি দিয়েছে। একারণে ২০০ মেট্রিক টন পেঁয়াজ শনিবার হিলি স্থলবন্দর দিয়ে দেশে আমদানি হচ্ছে।

গত ৫ দিন ধরে সীমান্তে আটকে থাকার কারণে কিছু পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। এতে আমরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আশা করছি বাকী ১০ হাজার মেট্রিক টন পেঁয়াজ পর্যায়ক্রমে আমদানি করা হবে।

এদিকে শুক্রবার রাতে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানি বন্ধের আগে সীমান্তে আটকে থাকা পেঁয়াজ বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়। ফলে শনিবার থেকে পেঁয়াজের ট্রাক বাংলাদেশে ঢুকছে।