Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ-ভারত সম্পর্ক একাত্তরের রক্তের রাখি বন্ধনে আবদ্ধ : কাদের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২২, ২৮ জুলাই ২০২০

আপডেট: ১৪:২৩, ২৮ জুলাই ২০২০

প্রিন্ট:

বাংলাদেশ-ভারত সম্পর্ক একাত্তরের রক্তের রাখি বন্ধনে আবদ্ধ : কাদের

ছবি- সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন অধিক উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ এবং উন্নয়নমুখী।তিনি বলেন, প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ় হলে পারস্পারিক উন্নয়ন এবং অমীমাংসিত সমস্যার সমাধান সহজেই সম্ভব।

মঙ্গলবার সকালে সচিবালয়স্থ মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাসের সৌজন্য সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে একথা বলেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এবং একাত্তরের রক্তের রাখি বন্ধনে আবদ্ধ। সড়ক অবকাঠামো উন্নয়ন ও গণ-পরিবহনের সক্ষমতা বৃদ্ধিতে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়েও হাইকমিশনের সাথে আলাপ হয়েছে বলে জানান তিনি।

এ সময় সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্পসমূহ এগিয়ে নিতে ভারতীয় হাইকমিশনারের সহযোগিতার জন্য মন্ত্রী তাকে ধন্যবাদ।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables