Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

বিশেষ ফ্লাইটে জাপানে আটকে পড়া ৫১ জনকে আনা হল দেশে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৫, ২৯ এপ্রিল ২০২০

প্রিন্ট:

বিশেষ ফ্লাইটে জাপানে আটকে পড়া ৫১ জনকে আনা হল দেশে

ঢাকা : প্রাণঘাতী করোনা ভাইরাস মধ্যে জাপানে আটকে পড়া ৫১ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ উল আহসান জানিয়েছেন, বিমানের বিশেষ একটি ফ্লাইট মঙ্গলবার রাতে জাপান থেকে ৫১ বাংলাদেশিকে নিয়ে আসে।

এদিকে গত দুই দিনে কুয়েত থেকে ২৪৭ জন বাংলাদেশি জাজিরা এয়ারওয়েজের বিশেষ একটি ফ্লাইটে বাংলাদেশে এসেছেন।

ভারতে আটকে পড়া ৮ শতাধিক বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়ে আনে ইউএস-বাংলা এয়ারলাইন্স। দিল্লি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে শতাধিক বাংলাদেশি ঢাকা ফেরেন।

করোনা ভাইরাস সঙ্কটের কারণে বর্তমানে চীন ছাড়া অন্য সব দেশের সঙ্গে বাংলাদেশের নিয়মিত বিমান চলাচল বন্ধ রয়েছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables