Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

ডেঙ্গু নিয়ে বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা জারি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৫৬, ৩ আগস্ট ২০১৯

প্রিন্ট:

ডেঙ্গু নিয়ে বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা জারি

ঢাকা : ডেঙ্গুর কারণে বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে ব্রিটেন। শনিবার ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের ওয়েবসাইটে এ সতর্কতা জারি করা হয়।

ওয়েবসাইটটির হালনাগাদ তথ্যে বলা হয়, বাংলাদেশে সারা বছরই ডেঙ্গু জ্বরের মতো মশাবাহিত রোগ দেখা দেয়। তবে এই মুহূর্তে বাংলাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়েছে। বাংলাদেশে ভ্রমণের সময় মশার কামড় এড়িয়ে চলার জন্য ব্রিটিশ নাগরিকদের নির্দেশনা দেয়া হলো।

প্রতিবছর যুক্তরাজ্যের দেড় লাখ নাগরিক বাংলাদেশ ভ্রমণ করেন।

বিশ্বজুড়ে ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের সবসময় ভ্রমণ সংক্রান্ত উপদেশ দেয় ব্রিটিশ ফরেন অফিস। সংস্থাটি জানায়, বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের সতর্কতা দেয়া তাদের নিয়মিত কাজের অংশ।