Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৯ ১৪৩২, শুক্রবার ০৪ জুলাই ২০২৫

ড. মোমেনকে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৩২, ৯ জানুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ড. মোমেনকে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

ঢাকা: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় ড. এ কে আব্দুল মোমেনকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগলু।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোহিঙ্গা সংকটে বাংলাদেশের প্রতি সহযোগিতা অব্যাহত রাখার কথাও পুনর্ব্যক্ত করেছেন তুর্কি মন্ত্রী।

মেভলুত চাভুসগলু বলেন, গত কয়েক বছরে উচ্চ পর্যায়ের সফর ও যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও বৃদ্ধি পেয়েছে। তিনি আশা করেন, ড. মোমেনের মেয়াদকালে এই সম্পর্ক আরও বৃদ্ধি পাবে।