Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

ড. ইউনূসকে অভিনন্দন জানালেন মালদ্বীপের প্রেসিডেন্ট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৭, ১১ আগস্ট ২০২৪

প্রিন্ট:

ড. ইউনূসকে অভিনন্দন জানালেন মালদ্বীপের প্রেসিডেন্ট

ফাইল ছবি

বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড.মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।

এর পাশাপাশি নতুন এ সরকারের সব উপদেষ্টাকেও অভিনন্দন জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে মোহাম্মদ মুইজ্জু লেখেন, ‘মালদ্বীপ ও বাংলাদেশ দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু। এছাড়া অংশীদার হিসেবে মালদ্বীপ তার নেতৃত্বে বাংলাদেশের জনগণের জন্য ঐক্য, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে।’

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে গত সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। পদত্যাগের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের প্রস্তাবে সাড়া দিয়ে বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে ফ্রান্স থেকে দেশে ফেরেন তিনি। রাত সোয়া ৯টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ড. ইউনূসকে শপথবাক্য পাঠ করান।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables